বিশেষ অলিম্পিক ফুটবল খেলতে বর্তমানে আবুধাবিতে আছে বাংলাদেশ ইউনিফাইড ফুটবল দল। সেখানে হঠাৎ থেমে গেল তাদের অনুশীলন। রীতিমতো চমকে ফুটবলাররা। নিজেদের চোখকে তাদের বিশ্বাস হচ্ছিল না। কারণ তাদের সামনে হাজির বিশ্ব ফুটবেল জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা!
হঠাৎ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তির উপস্থিতিতে উৎফুল্ল হয়েছে মাহমুদুল হাসানরা। তার কণ্ঠেই ঝড়ল সেই উচ্ছ্বাস- ‘আমার বিশ্বাসই হচ্ছে না আমি কিংবদন্তি ম্যারাডোনার দেখা পেয়েছি’।
আবুধাবির ফুটবল ক্লাব আল ফুজাইরাহর কোচের দায়িত্বে আছেন ম্যারাডোনা। মঙ্গলবার দলের অনুশীলন শুরুতে দেরি হওয়ায় চলে আসেন পাশের মাঠে। সেখানেই ঘাম ঝরাচ্ছিলেন বাংলাদেশের ইউনিফায়েড দলের সদস্যরা। আর্জেন্টাইন কিংবদন্তিকে সামনাসামনি দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন যান লাল-সবুজের খেলোয়াড়রা।
বাংলাদেশ দলের সঙ্গে ম্যারাডোনার খেলার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতায় কেবল ছবি তুলে চলে যান ম্যারাডোনা।
উল্লেখ্য, ইউনিফায়েড দল হল শারীরিকভাবে সুস্থ এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের নিয়ে গড়া দল। মোট ১৫ জনের দলে আট জন খেলেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। বাকি সাত জন থাকেন সুস্থ।
বিডিপ্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৮/ ই জাহান