নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে হতাহতের ঘটনায় নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচে কালো ব্যাজ পরে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আজ ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা।
উল্লেখ্য, নেপালের ওই দুর্ঘটনায় ৭১জন যাত্রী ও ক্রু নিয়ে বাংলাদেশি ইউএস বাংলার একটি বিমান মাটিতে আছড়ে পড়ে অর্ধশতাধিক বাংলাদেশি ও নেপালি যাত্রীর প্রাণহানি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণেই কালো ব্যাজ পরে আজ মাঠে নেমেছে টিম টাইগার।
এদিকে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে রোহিত শর্মার ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদ উল্লাহ রিয়াদ। অন্যান্য দিনের মত বৃষ্টি বাগড়া না দেওয়ায় যথাসময়েই অনুষ্ঠিত হয়েছে টস। আজকের ম্যচে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। গত দুই ম্যাচে বোলিংয়ে জ্বলে উঠতে না পারা তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার আবু হায়দার রনি।
বিডিপ্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৮/ ই জাহান