রিয়াল মাদ্রিদে নেইমারের যোগ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা-গুঞ্জনের শেষ নেই। অনেকের মতে, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই রিয়ালে যোগ দিতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা। এদিকে, নেইমারকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। ২০১৩ সাল থেকেই এ বিষয়ে চেষ্টা করে আসছেন তারা।
তবে দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালে নেইমারের যোগ দেওয়ার বিষয়টাকে দেখছেন অন্যভাবে। এ ব্যাপারে রোনালদোর কাছে জানতে চেয়েছিল একটি টেলিভিশন। প্রশ্ন শুনে রোনালদো হেসে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে সব সময় খেলোয়াড় দলে ভেড়ানোর কথা চলতে থাকে। এটা একটা চলমান প্রক্রিয়া। এই ক্লাবটিতে আমি আট বছর ধরে খেলছি। তারা সব সময়ই বলে থাকে যে এই মৌসুমে ৫০ জন খেলোয়াড় আসতে যাচ্ছে। কিন্তু দিনশেষে তাদের একজনও আসে না। গত সেপ্টেম্বরে অনেক খেলোয়াড় আসার কথা শুনছিলাম। কিন্তু আমরা যখন ফাইনালে পৌঁছালাম, দেখলাম আমরা সবাই আগের খেলোয়াড়ই আছি।’
বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৮/ ওয়াসিফ