২৪ মে, ২০১৮ ১১:২৫

ব্যাটিং নয়, বোলিংয়ে বেশি সময় দিচ্ছেন আরিফুল

অনলাইন ডেস্ক

ব্যাটিং নয়, বোলিংয়ে বেশি সময় দিচ্ছেন আরিফুল

ফাইল ছবি

এখন পর্যন্ত দুটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন উঠতি টাগার অলরাউন্ডার আরিফুল হক। কিন্তু সেই দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারের ফের সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী।

তবে এবার আরিফুল হক ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি সময় দিচ্ছেন। নিজেকে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে নিজেকে দেখার স্বপ্ন দেখছেন। গতকাল কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এ কথাই জানালেন তিনি।

আরিফুল বলেন, ‘শৈশব থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল। আমি শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে চাই না, ভালো অলরাউন্ডারও হতে চাই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’

নিজের প্রস্তুতি নিয়ে আরিফুল আরও বলেন, ‘আমি ব্যাটিং-বোলিং দুটি নিয়েই কাজ করছি। তবে বোলিংয়ে আরও বেশি সময় দিচ্ছি। অনুশীলন সেশনগুলোতে স্লো-বোলিং এবং অন্য বৈচিত্র্যগুলো আয়ত্ত করার চেষ্টা করছি।’

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর