ভালো অবস্থানে মেক্সিকো। গ্রুপে আছে জার্মানিও। দুই দলই জোড়ালো দাবি জানাচ্ছে শোষ ষোলতে খেলার। তবে 'এফ' গ্রুপের অন্য দুই দলের একটি সুইডেনও এখনো ছিটকে পড়াদের মধ্যে নয়। সম্ভাবনা বেশ ভালোভাবেই টিকে তাদের। এমনকি এখনো কোনো পয়েন্ট না পাওয়া দক্ষিণ কোরিয়ারও সম্ভাবনা বেঁচে! এমন এক জটিল সমীকরণের সমাধান মিলানোর লড়াইয়ে দু'দল। যেখানে নক আউট পর্বের স্বপ্ন চোখে মেক্সিকোর মুখোমুখি সুইডেন।
বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় একাতেরিনবার্গে মুখোমুখি হয়েছে মেক্সিকো ও সুইডেন। একই সময়ে কাজানে লড়ছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।
নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে বেশ শক্তিশালী অবস্থানে মেক্সিকো। তবে শেষ ষোলো একেবারে নিশ্চিতও নয়। 'এফ' গ্রুপের পয়েন্ট টেবিল বলছে ২ ম্যাচের ২টিতেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে মেক্সিকো। তবে একাতেরিনবার্গে সুইডেন জিতলে আর অন্য দিকে জার্মানি জিতলে শঙ্কায় পড়ে যেতে পারে মেক্সিকো। তারা হারলে তখন গোল ব্যবধান একটা বড় ভূমিকা রাখবে এই গ্রুপের দুই দল নির্ধারণে।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/আরাফাত