দিনাজপুরে অনুর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুর স্পোর্টস ভিলেজ চত্বরে এ কার্নিভালের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, দিনাজপুর বড় ময়দানে অনুষ্ঠিত ক্রিকেট কার্নিভালে শহরের বিভিন্ন স্কুলের (অনুর্ধ্ব-১২) মোট ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ৩২ জন বালক ও ৮ জন বালিকা। ৪০ জন শিক্ষার্থীদের ৪টি দলে ভাগ করা হয়। ৪টি দল বাংলাদেশের নদীর নাম যথাক্রমে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নাম ধারণ করে খেলায় অংশগ্রহণ করে।
দিনাজপুর স্পোর্টস ভিলেজ চত্বরে এ কার্নিভালের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন।
এসময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও সাবেক ক্রিকেট খেলোয়াড় মো. জায়েদী পারভেজ অপূর্ব, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম সুমী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৮/হিমেল