আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান হার্ড হিটার অ্যারন ফিঞ্চ। মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রান ঝড় তুলেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি ছয় ও ১৬টি চার!
ব্যক্তিগত সর্বোচ্চ রানের আগের রেকর্ডটিও ছিল এই ডানহাতি ব্যাটম্যানের দখলে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করেন তিনি।
শুধু সর্বোচ্চ রানের রেকর্ড গড়েই ক্ষান্ত দেননি ফিঞ্চ। আরও বেশ কিছু রেকর্ড ভাঙার খাতায় নাম লেখিয়েছেন। এতদিন, অধিনায়ক হিসেবে টি-টোয়োন্টিতে সর্বোচ্চ ১২৫ রানে রেকর্ড ছিল আরেক অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের দখলে। অধিনায়ক হিসেবে খেলতে নেমে সে রেকর্ডটি কেড়ে নিলেন ফিঞ্চ।
অস্ট্রেলিয়ার ২২৯ রানে বিশাল সংগ্রহের ৭৫.১১ ভাগ রান একাই করেছেন ফিঞ্চ। এর আগে, পাকিস্তানের ব্যাটসম্যান কামরান আকমল মোট সংগ্রহের ৭১.৭৭ ভাগ রান করে রেকডর্টি নিজের দখলে রেখেছিলেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবোর্চ্চ ৫টি স্কোরের মধ্যে ৪টিই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দখলে।
বিডি প্রতিদিন/০৩ জুলাই ২০১৮/আরাফাত