বিশ্বকাপের মাঝেই নেইমারকে নিয়ে টানাটানি। আসন্ন মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসছেন নেইমার। আর তার জন্য পিএসজিকে না কি রেকর্ড পরিমান ট্রান্সফার ফি দিতে তৈরি রিয়াল। নেইমারকে এই প্রস্তাব দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ।
গত অগাস্টেই ২২ কোটি ২০ লক্ষ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। এক মৌসুম কাটতে না কাটতেই জোর গুঞ্জন পিএসজি ছাড়তে চান ২৬ বছর বয়সী ব্রাজিলিয় ফুটবলার।
সোমবার স্পেনের একটি টেলিভিশন TVE-তে এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে নিতে পিএসজিকে ৩১ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এক বিবৃতিতে এই দাবি অস্বীকার করেছে মাদ্রিদের ক্লাবটি। নেইমার বা পিএসজি কাউকেই কোনও রকম প্রস্তাব দেওয়া হয়নি বলেই জানানো হয়েছে রিয়ালের তরফ থেকে।
রিয়াল কর্তৃপক্ষ রীতিমতো অবাক হয়ে গিয়েছে সেই টেলিভিশন সংস্থার প্রতিবেদনে। রিয়াল বা পিএসজি দু'পক্ষের কারোর সঙ্গেই কোনওরকম যোগাযোগ এবং যাচাই না করে এভাবে ভুল তথ্য প্রচার করেছে। এমনকি, টেলিভিশনটির প্রতিবেদনে আরও বলা হয়েছিল, নেইমারকে বছরে ৪ কোটি ৫০ লক্ষ ইউরো বেতন দেবে রিয়াল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর