এন্টিগায় আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। আর এ টেস্টের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে শুরু হচ্ছে সাকিব যুগের। দীর্ঘ সাত বছর পর দ্বিতীয়বারের মতো তিনি টেস্ট অধিনায়ক হয়েছেন আরো আগেই। কিন্তু চোটের কারণে সাকিব আল হাসানের টেস্ট নেতৃত্বের দ্বিতীয় অধ্যায়ের শুরুটা বেশ বিলম্বিতই।
গত জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে তাই নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদ উল্লাহ। টেস্ট অধিনায়ক হিসেবে সাকিবের শুরুর জন্য তাই ওয়েস্ট ইন্ডিজের সফরের অপেক্ষা ছিল। সেটিও ফুরোচ্ছে আজ। অ্যান্টিগায় তাঁর নেতৃত্বেই আজ থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামছে টাইগাররা।
নামছে টেস্ট র্যাংকিংয়ে নিজেদের (৮ নম্বর) ঠিক পরেই ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যারা দেশের মাটিতে সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ করেছে ১-১-এর সমতা নিয়ে। লঙ্কানদের বিপক্ষে তাদের একমাত্র জয়টিও ২২৬ রানের বিশাল ব্যবধানের। তাদের বিপক্ষে কঠিন টেস্ট সিরিজে সাকিবরা নামছেন এমন সময়ে, যখন ভারতের দেরাদুনে আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃসহ স্মৃতিও তাড়া করছে। বাংলাদেশের জন্য এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফর তাই সর্বসাম্প্রতিক ব্যর্থতা ভুলে সামনে তাকানোর সফরও।
বিডি-প্রতিদিন/ ই-জাহান