টস জিতে বাংলাদেশ দলকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাদা পোশাকে খেলার পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।
গত বছরের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর নতুন প্রধান কোচ স্টিভ রোডেসের অধীনে মাঠে নামবে তামিম-মুশফিকরা।
সাকিব আল হাসানের নেতৃত্বে অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষ হবে আগামী ৮ জুলাই। এরপর ১২ থেকে ১৬ জুলাই জ্যামাইকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুটি ম্যাচ হবে অ্যান্টিগায়। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সেন্ট কিটসে।
একই ভেন্যুতে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জয়দ, কামরুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাহি হোপ, রোস্টন চেজ, শেন ডোওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।
বিডি প্রতিদিন/০৪ জুলাই ২০১৮/আরাফাত