ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে বিপর্যয়ে বাংলাদেশ। দিনের শুরুতেই পাঁচ উইকেট হারায় টাইগাররা।
কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ে আসা-যাওয়ার মিছিলে মেতে উঠে তামিম, মুমিনুল, মুশফিক, সাকিব এবং মাহমুদউল্লাহরা। বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় শুরু হয় ম্যাচটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০/৫। ১৫ রান করে ক্রিজে রয়েছেন লিটন দাস।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাদা পোশাকে খেলার পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।
গত বছরের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর নতুন প্রধান কোচ স্টিভ রোডেসের অধীনে মাঠে নামে তামিম-মুশফিকরা।
বিডি প্রতিদিন/০৪ জুলাই ২০১৮/আরাফাত