বিরাট কোহলির মুকুটে আরও একটি পালক। ইংল্যান্ড সফরে প্রথম মাঠে নেমেই রের্কড বুকে নাম তুললেন কোহলি বিরাট। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০০ রান করলেন কোহলি।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যক্তিগত ৮ রানে পৌঁছতেই ২০০০ রানের মাইলস্টোনে পৌঁছে যান কোহলি। মাত্র ৬০টি ম্যাচে এই মাইলস্টোন ছুঁলেন বিরাট।
বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন কোহলি। তার আগে তিন ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দু’ হাজার রানের গণ্ডি টপকেছেন। তারা হলেন কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গাপটিল (২,২৭১) ও ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০) এবং পাক ব্যাটসম্যান শোয়েব মালিক (২,০৩৯)। বিরাটের দু’দিন আগে অর্থাৎ রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে এই মাইলস্টোন ছুঁয়েছেন শোয়েব।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর