শেষ চার বছর ধরে বারবার উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর। অবশেষে আসন্ন মৌসুমেই কি রিয়ালের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নেবেন সেই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! আপাতত এমনটাই খবর আন্তর্জাতিক ক্রীড়া মহলের।
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর এখন রোনালদোর পরবর্তী স্টেশন নিয়েই জোর খবর। জানা গেছে, সিআর সেভেন স্পেন ছেড়ে পাড়ি দিতে পারেন ইতালিতে। সাদা জার্সির বদলে তার গায়ে উঠতে চলেছে সাদা-কালো জার্সি। রিয়ালের সুপারস্টার চলে যেতে পারেন ইতালিয়ান দৈত্য জুভেন্টাসের দখলে।
২০০৮-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো ৯০ মিলিয়ন ইউরোতে যোগ দেন রিয়ালে। রিয়ালকে দিয়েছেন দুটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ। এসবের মাঝেও বারবার শোনা যাচ্ছে, স্যান্টিয়াগো বার্নাব্যুতে ভালো নেই রোনালদো। প্রকাশ্যেই বলেছেন সেকথা। কখনও শোনা যায় যে, তিনি চলে যাবেন ম্যানইউ'তে, কখনও বা প্যারিস সাঁ জাঁ। এখন আবার জুভেন্টাস।
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিয়েভের এনএসসি অলিম্পিক স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, রিয়ালের হয়ে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। যদিও তার পরদিন সেলিব্রেশন প্যারেড গ্রাউন্ডে সমর্থকদের বলেন, পরের মৌসুমে আবার দেখা হবে।
এই মুহূর্তে রিয়াল চাইছে সিআর সেভেনের উত্তরসূরী খুঁজে নিতে। শোনা যাচ্ছিল তারা নাকি ফরাসি স্টার কিলিয়ান এমবাপ্পের দিকেও হাত বাড়িয়েছে। যদিও রিয়াল সে খবর সম্পূর্ণ গুজব বলেই জানিয়ে দেয়। যদিও রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ বারবারই নেইমারকে নেওয়ার কথা বলেছিলেন। এখন দেখার রোনালদো রিয়ালেই থেকে যাবেন না কি বিদায় জানাবেন! সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/০৫ জুলাই ২০১৮/আরাফাত