বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করছে তারা। এবার সেই জয়ের ধারা ধরে রাখলো বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচেও।
বর্তমানে নেদারল্যান্ডসে আছে বাংলাদেশ নারী দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে সেখানেই নিজেদের প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। রোটারড্যামের ভিওসি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্কটিশ মেয়েদের মাত্র ৪৭ রানে অলআউট করে দেয় সালমা-রুমানারা। জয় তুলে নিতে টাইগ্রেসদের খরচ হয়েছে মাত্র একটি উইকেট। যার ফলে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার নেদারল্যান্ডের হ্যাজেলার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছিল স্কটল্যান্ড। স্কটিশ নারীরা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে। ১৮.৫ ওভার ব্যাট করে ৪৭ রান করে স্কটল্যান্ড।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। ২ উইকেট করে নেন রুমানা আহমেদ আর লিলি রানী। ১ উইকেট করে নেন পান্না ঘোষ ও খাদিজাতুল কোবরা। মাত্র ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।
৭ জুলাই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সালমাদের গ্রুপে থাকা অপর দুটি দল আরব আমিরাত ও স্বাগতিক নেদারল্যান্ডস। আগামি নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর