প্রথম ইনিংসে ব্যর্থ ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখলো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসেও ৬২ রান তুলতেই টপঅর্ডার ছয় ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে বাংলাদেশ। যার ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের খুব কাছে রয়েছে টাইগাররা।
অ্যান্টিগার সাকিবরা যেখানে ৪৩ রানে অলআউট হয়েছিল, সেই একই উইকেটে ৪০৬ রানের পাহাড় গড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। দলের পক্ষে ব্রাথওয়েট ১২১, হোপ ৬৭, স্মিথ ৫৮, পাওয়েল ৪৮ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে সেই একই চিত্র। ক্যারিবীয়ান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে সাজঘরে ফেরেন তামিম, মুমিনুল, লিটন, মুশফিক, সাকিব ও মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের চাইতে বাংলাদেশ এখনও ৩০১ রানে পিছিয়ে। হাতে উইকেট মাত্র ৪টি। হয়তো তৃতীয় দিনের সকালেই অ্যান্টি টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। ইনিংস ব্যবধানে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর