এন্টিগুয়া টেস্টে প্রথম ইনিংসের ৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ১৪৪ রান করে হেরেছে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে। তবে এদিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন নুরুল হাসান সোহান। করেছেন ৬৪ রান।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ক্যারিবীয় বোলারদের তোপে ৮৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসেও অনেকটা কোণঠাসা সফরকারী বাংলাদেশ। এ অবস্থায় একপ্রান্তে দৃঢ়তায় সঙ্গে ব্যাট চালিয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন সোহান।
শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগের দিনের ৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা সোহান অর্ধশতক তুলে নিয়েছেন দিনের মধ্যাহ্ন বিরতির আগেই। তার ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে দলীয় শতরানের রানের কোটা পার করে সাকিবরা। তবে ইনিংস ব্যবধানের হারও এড়াতে পারেনি বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান