স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন ইনিয়েস্তা। তাই নতুন খোলোয়াড়ের খোঁজে নেমেছে ক্লাবটি। আর সেই সন্ধানে নিজের মত জানিয়েছেন বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসি। মেসি চাইছেন সেন্ট্রাল মিডফিল্ড থেকে তাকে যেন গোলের পাস বাড়ান পল পোগবা। ইনিয়েস্তার বিকল্প হিসেবে পল পোগবাকেই বার্সেলোনায় চাইছেন মেসি। ক্যালসিওমার্সেটো-র দাবি এমনটাই।
বলা হচ্ছে, ইনিয়েস্তা ক্লাব ছাড়ার পরে র্যাকিটিচের সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডে জুটি বাঁধতে পারেন পোগবা। আর পোগবাকে চাইছেন স্বয়ং লিও মেসি। গ্রিজম্যানকে বার্সা পায়নি। অ্যাটলেটিকো মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি এই তারকা। তাই বিকল্প হিসেবে গ্রিজম্যানের জাতীয় দলের সতীর্থকে আনার কথা জানিয়েছেন এলএমটেন।
মেসি নাকি বার্সা কর্তাদের বুঝিয়েছেন, পোগবা যদি মাঝমাঠে চলে আসেন, তাহলে কুতিনহো উইং থেকে অপারেট করতে পারবেন। তাহলে মেসি আক্রমণে আরও প্রভাব ফেলতে পারবেন।
বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ