রাশিয়া বিশ্বকাপকে বিদায় জানিয়েছে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। কোয়ার্টাল ফাইনালের ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায় তিতের শিষ্যরা। ষষ্ঠ শিরোপার মিশন থেকে ছিটকে যাওয়ার পরই ফের চীনে যাবার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেন পাওলিনহো। আর তার দুই দিন পরই এর আনুষ্ঠানিক ঘোষণা এলো।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আবারও গুয়াংজু এভারগ্রান্ডেতে ফিরে গেলেন ২৯ বছর বয়সী এই তারকা।
এ ব্যাপারে বিবিসি জানায়, চাইনিজ সুপার লিগের (সিএসএল) দলটিতে বার্সা থেকে ৬ মাসের লোনে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। যদিও আগামী ৩১ ডিসেম্বরের পর গুয়াংজুর ক্লাবটি তাকে নিজেদের করে নিতে পারে।
উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে ২০১১ সাল থেকে পাওলিনহো এই পর্যন্ত মোট ৫৫ ম্যাচ গোল করেছেন ১৩টি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চলতি বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে অসাধারণ গোল করে হিরো হয়েছেন তিনি। ঠিক তেমনি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেলিজিয়ানদের বিপক্ষে গোল না করতে পেরে বনে গেছেন ভিলেন।
বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ