অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্পেনের কোচের নাম ঘোষণা করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। প্রাক্তন বার্সেলোনা কোচ লুই এনরিকের হাতেই ইস্কো, রামোস, পিকেদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
এর আগে, রাশিয়া বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে কোচ নিয়ে বড় ধাক্কা খায় স্পেন। রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করে স্পেনের ফুটবল ফেডারেশন। বদলে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরোকে। বিশ্বকাপে কোনওমতে কাজ চালিয়ে দিয়েছেন তিনি। গ্রুপ পর্বের বাধা পার হতে পারলেও শেষ ষোলোয় টাইব্রেকারে রাশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্পেন। দেশে ফিরে স্পেনের কোচের দায়িত্ব ছাড়েন ফার্নান্দো হিয়েরো।
ভবিষ্যতের জন্য নতুন করে স্পেন দল গোছানোর জন্য লুই এনরিকের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হল। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোচ থাকাকালীন এনরিক জিতেছেন দু'টি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি কিংস কাপ। ফুটবলার জীবনে স্পেনের জাতীয় দলের হয়ে মাঝমাঠ দাপানোর পাশাপাশি ক্লাব কেরিয়ারে খেলেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনায়।
বিডি প্রতিদিন/ ১০ জুলাই ২০১৮/ ওয়াসিফ