ষষ্ঠবার বিশ্বজয়ের স্বপ্ন ছিল ব্রাজিল সমর্থকদের মনে। কিন্তু বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এবং তারপরেই কটাক্ষের মুখে পড়েছেন নেইমার। কৌশলের জন্য সমালোচনার মুখে পড়েছেন কোচ তিতেওও।
তবে ২০০২ সালের বিশ্বজয়ী দলের অধিনায়ক কাফু কিন্তু দু’জনেরই পাশে দাঁড়িয়েছেন। নেইমারের থেকে প্রত্যাশিত সাফল্য দেখতে পাননি ব্রাজিলের সেই বিশ্বকাপজয়ী দলের মূল সদস্য রোনালদো নাজারিও ডে লিমাও।
তিনি বলেছেন, ‘ও দলের তারকা। তাই ওর থেকে বেশি আশা করাটা স্বাভাবিক। জানি না অস্ত্রোপচারের কারণেই কিনা, তবে মাঠে ওকে নিজের ভূমিকা পালন করতে দেখলাম না।’
এরপরেই নেইমারের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘জানি তিন মাস চোটে বাইরে কাটিয়ে ফেরাটা কঠিন। কিন্তু ওকে এই বিশ্বকাপ থেকে শিখতে হবে অনেক কিছু। ওর বয়স কম, তরুণ এবং প্রতিভাবান। ওর কাঁধে এখনও অনেক দায়িত্ব।’
নেইমার মাঠে কেন বারবার প্লে-অ্যাকটিং করছিলেন, সেটারও রহস্যফাঁস করেছেন বড় রোনালদো। তিনি বলেছেন, ‘ওর সঙ্গে কয়েকদিন আগেই কথা হল। ও বলেছে, যাতে ওকে আর কেউ না ফাউল করে, তাই ওরকম করছিল।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর