এজবাস্টনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট চার দিনে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু দ্বিতীয় টেস্ট। মাঝে কিছুটা সময় পেয়েছে দুই দলই। এই অবসরে গলফ কোর্সে হাজির দুই ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। আর সেখানেই বড়সড় চোটের হাত থেকে বাঁচলেন অ্যান্ডারসন।
অ্যান্ডারসন জোরে হিট করেছিলেন গলফ বলে। কিন্তু সেই বল গাছে লেগে আচমকা ফিরে আসে। এতটাই গতি ছিল যে সেই ফিরে আসা বল সরাসরি এসে লাগে অ্যান্ডারসনের মুখে। আর এই পুরো বিষয়টিই ব্রডের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে। মুখে বল লাগার পর আর কিন্তু দেখা যাচ্ছে না অ্যান্ডাসরনকে। যদিও সেই ভিডিওতেই ব্রড লিখে দেন অ্যান্ডারসন সুস্থ আছেন।
লর্ডসে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট শুরু। অ্যান্ডারসন ইংল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ হয়ে গেছে এজবাস্টনে প্রথম টেস্টে। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ উইকেট। তবে একটাই স্বস্তি ইংল্যান্ড শিবিরে- অ্যান্ডারসনের চোট গুরুতর নয়।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ