ক্রিকেট বিশ্বে হার্দিক পান্ডিয়াকে বারবারই কপিল দেবের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু ইংল্যান্ড সফরে এজবাস্টনে প্রথম টেস্টের পরেই প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার বুঝিয়ে দিয়েছেন, তিনি কোনভাবেই কপিলের সঙ্গে হার্দিকের তুলনা চান না।
সোমবার একটি টিভি চ্যানেলে গাভাস্কার বলেন, "কপিল দেবের সঙ্গে কারো তুলনাই হওয়া উচিত নয়। কপিলের মতো ক্রিকেটার শুধু এক প্রজন্মেই নয়, একশো বছরে একজন আসে। ঠিক ডন ব্র্যাডম্যান আর শচীন টেন্ডুলকারের মতো।"
এদিন শিখর ধাওয়ানের ব্যাটিং নিয়েও মুখ খুলেছেন গাভাস্কার। যেভাবে টেস্টে ব্যাট করছেন ধাওয়ান, তাতে একেবারেই খুশি নন প্রাক্তন ভারতীয় ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, শিখর ওর খেলাটা বদলাতেই চায় না। এত দিন যেভাবে রান করেছে, সেভাবেই ব্যাট করতে চায়। এভাবে খেলে ওয়ানডেতে সফল হওয়া সম্ভব, কারণ তখন স্লিপে বেশি ফিল্ডার থাকে না। ফলে বল ওখান দিয়ে সহজে বাউন্ডারিতে চলে যায়। কিন্তু টেস্টে সেটা সম্ভব নয়। টেস্টে ওরকম শট খেললে আউট হয়ে ফিরে যেতে হয়। একজন ব্যাটসম্যান যদি মানসিক ভাবে নিজেকে বদলাতে না পারে, তা হলে টেস্টে সাফল্য পাওয়া কঠিন।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ