সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতিলির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে তর্ক-বিকর্ত-সমালোচনার শেষ নেই। তবে তার সাবেক ক্লাব সতীর্থ টনি ক্রুস বলছেন, রিয়ালে রোনালদোর শূন্যস্থান পূরণ করা সহজ হবে না।
জার্মান এই মিডফিল্ডার ‘কিকার’কে বলেছেন, ‘প্রতি মৌসুমে ৫০ গোল করা একজনের শূন্যস্থান পূরণ করা সহজ না। ক্রিশ্চিয়ানো গত কয়েক বছর ধরেই রিয়ালের খুব গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সাফল্যের বড় কারণ। এ বছর আবার সাফল্য পাওয়া কঠিন হবে।’
উল্লেখ্য, ২০০৯ সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। এরপর হয়েছেন রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গত মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছিলেন রোনালদো। তার জায়গায় রিয়াল এখনো বড় কোনো খেলোয়াড় খুঁজে পায়নি।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ