ইংলিশদের বিপক্ষে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ হেরেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে একমাত্র বিরাট কোহালি ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যানই স্বাগতিক পেসারদের সামলাতে পারেননি। ভারতের এমন হারের পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই নানা কারণ নিয়ে মুখ খুলেছেন।
তেমনই একটি কারণকে চিহ্নিত করেছেন কপিল দেব। তিনি মনে করেন, বিরাট কোহলির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই ভারতীয় দলকে ডুবাচ্ছে। কপিলের কথায়, ‘ভারতীয় দল অনেক ভুল করেছে। খাতায়-কলমে হয়তো ভারতই ভাল দল ছিল। কিন্তু ইংল্যান্ড আমাদের ছাপিয়ে গেছে। এভাবে সব সময় একজন বা দু’জন প্লেয়ারের ওপর নির্ভর করা ঠিক না।’
তিনি আরও বলেন, ‘অন্যরা ভুল করল না ঠিক করল, এটা না ভেবে আমাদের কাজটা ঠিক করতে হবে। ভারতীয় দল শুধু একজনের ওপর নির্ভর করুক, এটা আমি চাই না। একটা দল হয়ে খেলুক। কিন্তু সেটাই হচ্ছে না।’
কপিলের আক্ষেপ, নিজেদের ভুল থেকে একেবারেই কোন শিক্ষা নিচ্ছে না ভারতীয় দল। শুধু তাই নয়, বিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগও করে দিচ্ছে। কপিলের কথায়, ‘অবশ্যই ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভুলের পুনরাবৃত্তি না হলেই দলের উন্নতি সম্ভব। এই সিরিজে দেখা গেছে, ভাল অবস্থায় থেকেও ম্যাচ শেষ করতে পারেনি ভারত। বরং ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে ইংল্যান্ডকে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ