সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে শুরুতেই গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মাণ।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধায় মাঠে নেমেই ভুটানের জালে আক্রমণের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ। ওয়ালি ফয়সাল কর্নার কিক নেয়ার সময় বক্সের মধ্যে আতিকুর রহমান ফাহাদকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। এরপর স্পট কিক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মাণ।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব