ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের জার্সি গায়ে মাঠে নামছেন না অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা দিয়েগো কস্তা। আজ মঙ্গলবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
ফেডারেশনটি জানায়, ব্যক্তিগত কারণে কস্তা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ও জাতীয় দল থেকে তাকে বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন। ইতোমধ্যেই তার পরিবর্তে সেল্ট ভিগো স্ট্রাইকার ইয়াগো আসপাসকে দলে ডাকা হয়েছে।
শনিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের মোকাবেলা করবে স্পেন। নতুন কোচ লুইস এনরিকের অধীনে এটাই স্পেনের প্রথম ম্যাচ। তিনদিন পরে এলচের এস্তাদিও মার্টিনেজ ভালেরোতে ক্রোয়েশিয়াকে আতিথ্য দিবে।
বিশ্বকাপে খেলার পর গত সপ্তাহে আসপাস জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। লা লিগায় গত দুই মৌসুমে স্পেনের শীর্ষ গোলদাতা আসপাস শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে গোল করেছিলেন। এ পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৬ গোল করেছেন।
সোমবার মাদ্রিদে ফেডারেশনের সদর দপ্তরে খেলোয়াড়রা রিপোর্ট করেছেন। এবারের বিশ্বকাপে শেষ ১৬’তে স্বাগতিক রাশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেয় স্পেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম