ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পল পগবার বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন থামছে না। আর চলমান এ গুঞ্জনের মধ্যেই চাঞ্চল্যকর বার্তা দিলেন বার্সা তারকা লুইস সুয়ারেজ। তিনি জানালেন, আসতে চাইলে ন্যু ক্যাম্পে স্বাগত জানানো হতে পারে পগবাকে।
রেস ১ কে দেওয়া সাক্ষাতকারে এ প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘পগবা একজন এলিট খেলোয়াড় যে সবকিছু জয় করেছে। তার অসাধারণ প্রতিভা রয়েছে। আমার মনে হয় বর্তমান সময়ের চেয়ে সে আরও বেশি কিছু করে দেখাতে পারবে। সে এখনও বার্সার খেলোয়াড় নয় তবে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হতে পারে।’
উল্লেখ্য, গত সপ্তাহে পগবার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ