ইংল্যান্ডে বিরাট কোহলির ভারতের ভরাডুবি হয়েছে। তার মধ্যেই নতুন করে বিতর্ক ছড়াল সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, ভারতের অধিনায়ক কোহলিকে টুইটার ও ইনস্টাগ্রামে নাকি আনফলো করেছেন রোহিত শর্মা।
কোহলি ও রোহিতের সম্পর্ক নিয়ে এখন তীব্র কৌতুহল ক্রিকেটপাগলদের মধ্যে। তবে কি হঠাৎই দু’ জনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে? সবাই কারণ খুঁজতে ব্যস্ত। ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড কোহলি ও রোহিত। তাদের দু’ জনের সম্পর্ক নিয়ে চলছে প্রবল আলোচনা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে জায়গা পাননি রোহিত। অনেকেই মনে করছেন, তিনি ওপেনার হিসেবে খেলতে তৈরি বলে জানানোর পর দলে সুযোগ না পাওয়ায় কোহলির উপরে নাকি ক্ষিপ্ত রোহিত।
এদিকে, এশিয়া কাপে ভারত অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে রোহিতকে। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডে তিনি ওপেনার হিসেবে তৈরি বলে জানানোর পরেও রোহিতকে সুযোগ দেওয়া হয়নি। আর সেই কারণেই নাকি রোহিত ও কোহলির মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। তবে কি অধিনায়কের সঙ্গে বোঝাপড়ার অভাব? আপাতত সেই উত্তরটাই খুঁজছে নেটিজেনরা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর