ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’ এর আয়োজনে আগামী ৩ ডিসেম্বর প্যারিসে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে দেওয়া হবে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। পুরস্কারটা এবারই প্রথম চালু করা হয়েছে। তারই জের ধরে বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের নিয়ে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে ঘোষিত এ তালিকায় জায়গা পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ও পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
২১ বছরের কম বয়সি খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাকে। গত বছর না ফেরার দেশে পাড়ি জমানো ব্যালন ডি’অর জয়ী প্রাক্তন ফরাসি ফুটবলার রেমন্ড কোপার নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।
কোপা ট্রফির ১০ জনের সংক্ষিপ্ত তালিকা:
কিলিয়ান এমবাপ্পে, জাস্টিন ক্লুইভার্ট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, হুসেম আউয়ার, প্যাটরিক কাটরন, রিতসু ডোন, জিয়ানলুইজি ডোনাররুম্মা, আমাদু হাইদারা, ক্রিস্টিয়ান পালিসিচ, রদ্রিগো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ