ফিক্সিং কেলেঙ্কারিতে জড়াল হংকংয়ের তিন ক্রিকেটার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি'র দুর্নীতি-বিরোধী কোড ভাঙায় সাময়িক নিষিদ্ধ হয়েছেন ইরফান আহমেদ, নাদিম আহমেদ ও হাসিব আমজাদ। সোমবার এক বিবৃতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আইসিসি'র পক্ষ থেকে এই তিনজনকে সাময়িক নিষিদ্ধ করার কথা জানানো হয়।
তিনজনের বিরুদ্ধেই ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বের (যেটা হয়েছিল ২০১৪ সালের জানুয়ারিতে) ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। দুই ভাই ইরফান ও নাদিমকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচের জন্যও অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০১৫ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আরও একটি ম্যাচের জন্য অভিযুক্ত হয়েছেন ইরফান।
ইরফানের বিরুদ্ধে ৯টি, নাদিম এবং আমজাদের বিরুদ্ধে ৫টি করে মোট ১৯টি অভিযোগ আনা হয়েছে।
১৪ দিনের মধ্যে তিনজনকে অভিযোগের জবাব দিতে বলেছে আইসিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ