ইউক্রেনের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও জিততে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বুধবার রাতে জেনোয়ায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
বল দখলে রেখে বারবার আক্রমণ চালালেও ইউক্রেনের গোল রক্ষক আন্দ্রি পিয়াতভের দারুণ নৈপুণ্যে সুবিধা করতে পারেনি ইতালি। তবে দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ইউভেন্তুস ফরোয়ার্ড বের্নারদেস্কির নেওয়া শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি পিয়াতভ। তবে ৬২তম মিনিটেই সমতায় ফেরে ইউক্রেন। রোমানের একটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ওই কর্নার থেকেই ভলিতে জাল খুঁজে নেন রুসলান মালিনভস্কি।
পরে আর কোনো দল গোল করতে না পারায় সমতাতে ম্যাচ শেষ হয়। ফলে এই নিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার রেকর্ড স্পর্শ করল ইতালি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম