রাশিয়া বিশ্বকাপের অন্যতম চমকের নাম বেলজিয়াম। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করে দলটি। আর সেই দলের সহকারী কোচ হিসেবে বেশ সুনাম কুড়ান থিয়েরি হেনরি অঁরি। এবার তিনি আরও বড় দায়িত্ব পেতে চলেছেন। সহকারী থেকে হয়ে যাচ্ছেন প্রধান কোচ। ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল মোনাকোর কোচের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে!
লিগে মোনাকোর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। লিওনার্দো জার্দিমের অধীনে মৌসুমের প্রথম নয় ম্যাচ খেলে ফেলেছে দলটি। টেবিলে অবস্থান ১৮ নম্বরে! সংবাদমাধ্যমের দাবি, জার্দিমকে ছাঁটাই করবে ক্লাব কতৃর্পক্ষ। আর তার স্থলাভিষিক্ত হবেন সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি।
অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম আরও আগেই দাবি করেছে, চ্যাম্পিয়নশিপের দল অ্যাস্টন ভিলার কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অঁরি। তবে আর্সেনালের সাবেক এই কিংবদন্তি ফুটবলার কাকে বেঁছে নেবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ