রাশিয়ার বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠছে স্পেন। সেপ্টেম্বরে উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৬-০ গোলে। আর তারই জের ধরে বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে স্প্যানিয়ার্ডরা।
এদিন ওয়েলসের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই পাকো আলকাসের গোলে এগিয়ে যায় স্পেন। আর ১৯ মিনিটে সুসোর ফ্রি-কিক থেকে প্রতিপক্ষের ছোট ডি-বক্সের ভেতর বল পেয়ে হেডে জালে জড়ায় ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। তার ১০ মিনিট পর আলকাসর পক্ষ থেকে তৃতীয় গোলটি হজম করে গ্যারেথ বেলের দল। পরে ম্যাচের ৭৪ মিনিটে ওয়েলসের কফিনে চতুর্থ ও শেষ পেরেকটি ঠোকেন মার্ক বার্ত্রা। সুসোর নেওয়া কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই সেন্টার-ব্যাক। ম্যাচের ৮৯ মিনিটে স্যাম ভোকস ওয়েলসের হয়ে একমাত্র গোলটি করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের পর এই প্রথম ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে ৩ গোল হজম করল ওয়েলস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ