ঘরের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। এরপর ব্যাথা নিয়ে এশিয়া কাপের খেলতে গিয়ে মাঝপথে ফিরে আসেন দেশে।
দুবাই থেকে ফিরেই দুই ধাপে পুঁজ বের কার হয়। অস্ট্রেলিয়ায় ডাক্তার গ্রেগের অধীনে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার। কয়েকদিন অস্ট্রেলিয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেলেন টাইগার টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার দুপুরে ছেড়ে দেয়া হয় তাকে। হাসপাতাল ছাড়লেও সাকিব কবে দেশে ফিরবেন সেই বিষয়ে এখনো কিছু ঠিক হয়নি।
এদিকে শুক্রবার বাদ জুম্মা সাকিবের আরোগ্য লাভের জন্য দেশব্যাপী সাকিব ভক্তরা দোয়া মাহফিলের আয়োজন করেন। দেশের অন্তুত ১০টি মসজিদে এই দোয়ার আয়োজন করে সাকিব ভক্তরা।
ভক্তদের এমন ভালোবাসায় হতবাক সাকিব পত্নী। আবেগাপ্লুত হয়ে সাকিবের স্ত্রী উম্মে শিশির সামাজিক যোগাযোগ ম্যাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুকে তিনি লেখেন, 'এটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এই মানুষগুলো সাকিব আল হাসানের দ্রুত আরোগ্যের জন্য মিলাদ এবং দোয়ার আয়োজন করেছে। আমি জানতে পেরেছি তারা সবাই সাকিবের ভক্ত, যা আমাকে অবাক করে দিয়েছে। এই দোয়া ও মিলাদের আয়োজন দেশের ১০টি মসজিদে করা হয়েছে। পরম করুণাময় আল্লাহ তাকে (সাকিব) আপনাদের দোয়া ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ্, সে খুব দ্রুত চোট থেকে সেরে উঠছে। মহাপরাক্রমশালী আল্লাহ্, আমাদের প্রতি দয়ালু হয়েছেন।'
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৮/আরাফাত