ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি টেস্ট সিরিজে দু’বার একই ঘটনা ঘটল ৷ নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের ভিতর ঢুকে পড়ল এক তরুণ। আর তাও ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একটা সেলফি তোলার জন্য! হায়দরাবাদে শুক্রবার এই ঘটনা ঘটার পর ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠের ভিতর ঢুকে পড়েন ওই দর্শক। কিছু বুঝে ওঠার আগেই ব্যারিকেড টপকে কোহলির দিকে ছুটে যায় ওই দর্শক। শেষ পর্যন্ত ভারত অধিনায়কের সঙ্গে সেলফি তুলতেও সফল হন তিনি ৷ এরপর অবশ্য নিরাপত্তা কর্মীরা মাঠে ঢুকে ওই দর্শককে মাঠের বাইরে নিয়ে যান।
ততক্ষণে যা কাজ করার করে ফেলেছেন ওই দর্শক। টিভিতে এই দৃশ্য লাইভ না দেখা গেলেও এই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/আরাফাত