সৌদি আরবের বিপক্ষে গাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো নৈপুণ্যে প্রীতি ম্যাচে সহজ জয় পেয়েছে ব্রাজিল। সৌদি আরবে স্বাগতিকদের শুক্রবার রাতে ২-০ গোলে হারিয়েছে তিতের দল।
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস প্রথমার্ধের ৪৩ মিনিটে দলকে এগিয়ে নেন। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার না কমলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। ম্যাচের ৮৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সৌদি আরবের মোহামেদ আল ওয়াইজ। ১০ জনের দলকে পেয়েই সুযোগ কাজে লাগায় তিতের শিষ্যরা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নেইমারের নেওয়া কর্নার থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন সান্দ্রো।
উল্লেখ্য, আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি হবে ব্রাজিল।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/আরাফাত