ক্রিকেটের ফিক্সিং কেলেঙ্কারিতে বহুবার জড়িয়েছে পাকিস্তানের নাম। সাজাও হয়েছে অনেকের। সেই ধারাবাহিকতায় আবারও সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে ঘুষ দিতে চেয়েছিলেন পাকিস্তানের সেলিম মালিক। নিজের আত্মজীবনী ‘নো স্পিন’এ শেন ওয়ার্ন এমন তথ্য দিয়েছেন। সম্প্রতি ওয়ার্ন তার বইয়ে লেখা ওই ঘটনার বর্ণনা দেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে।
বলা হয়েছে, পাকিস্তানের বিপক্ষ ১৯৯৪ সালের সেপ্টেম্বরে টেস্ট খেলে অস্ট্রেলিয়া। তখন সেলিম মালিক ওয়ার্নকে ২ লাখ ইউএস ডলারের প্রস্তাব দেন। ওয়ার্ন বলেন, ‘মালিক আমাকে বলে যদি অফস্টাম্পে ওয়াইড করি তাহলে আমার রুমে আধা ঘণ্টার ভেতর ২ লাখ ডলার পাঠিয়ে দিবে।’
ঘটনাটি সামনে আসে ১৯৯৫ সালের দিকে। কিন্তু তখন ওয়ার্ন বিস্তারিত কিছু না বলায় সব ধামাচাপা পড়ে যায়।
উল্লেখ্য, ওই ম্যাচটি পাকিস্তান জিতে গেলেও শেন ওয়ার্ন ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ