দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নেওয়া জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরকে থামালেন রিয়াদ। ৭৩ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের এই বিপজ্জনক ব্যাটসম্যান।
এক ছক্কা এবং ৯টি চারের সাহাষ্যে এই করেন টেইলর। শন উইলিয়ামের সঙ্গে টেইলরের জুটি টাইগার শিবিরে ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সে সময় টাইগার শিবিরে স্বস্তি এনে দেন রিয়াদ। এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে টেইলরকে সাঝঘরে পাঠান বাংলাদেশের পার্টটাইম বলার রিয়াদ।
শেষ খবর পর্যন্ত ৩৪ ওভারে ১৭০ রান করেছে সফরকারীরা। উইলিয়ামস ৩৭ ও সিকান্দার রাজা ১৮ রান নিয়ে ব্যাট করছেন।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/আরাফাত