অভিষেকে ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে। দ্বিতীয় ম্যাচেও খালি হাতে ফিরলেন ফজলে মাহমুদ রাব্বি। পর দুই ম্যাচে ব্যর্থ ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।
রানের খাতা খোলার আগেই সিকান্দার রাজার বলে স্ট্যাম্পড হলেন তিনি। ফলে ৩ ওভারের মধ্যে ৪ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
শট খেলতে গিয়ে বেশ খানিকটা বেরিয়ে এসেছিলেন রাব্বি। সেই সুযোগে বল গ্লাভসে নিয়ে উইকেট ভেঙে দেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। ৫ বল খেলে 'ডাক' মারলেন রাব্বি। আর রাজা পেলেন ম্যাচে তার দ্বিতীয় উইকেটের দেখা।
অন্যদিকে, উদ্বোধনী জুটিতে দলকে দারুণ ভিতের ওপর দাঁড় করিয়ে শতকের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেন লিটন দাস। ৭৭ বলে ৮৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছয়। লিটনের উইকেট নিয়ে বাংলাদেশের ১৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙলেন স্পিনার সিকান্দার রাজা।
২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান। ক্রিজে ইমরুল কায়েসের সঙ্গী মুশফিক। কায়েস ৮৮ বলে ৭৪ এবং ১৫ বলে ৭ রান করেছেন মুশফিক।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/আরাফাত