জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মারকুটে ওপেনার সৌম্য সরকার। খুলনায় জাতীয় লিগের ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালেই তাকে উড়াল দিতে হচ্ছে চট্টগ্রামের পথে। জাতীয় লিগের মাঝপথেই ডাক পেয়েছেন জাতীয় দলে। জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় ওয়ানডের দলে যুক্ত করা হয়েছে সৌম্যকে।
টাইগার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তৃতীয় ওয়ানডেতে আমরা ওকে (সৌম্য) দলে ডেকেছি। খুব শিগগিরই প্রেস রিলিস দেয়া হবে।’
ব্যাট হাতে সময়টা দুর্দান্তই যাচ্ছে সৌম্যর। গেল শুক্রবার প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয় একাদশের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১০২ রানের নান্দনিক এক ইনিংস।
ঘরোয়া ক্রিকেটেও আছেন দারুণ টাচে। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রংপুরের বিপক্ষে ৭৬ রান করা সৌম্য এক ম্যাচ আগে রাজশাহীর বিপক্ষে করেছেন সেঞ্চুরি (অপরাজিত ১০৩)।
এশিয়া কাপে টুর্নামেন্টের মাঝে ডাক পেয়ে দুবাই গিয়ে ফাইনালে ভারতে সঙ্গে খেলেছিলেন ৩৩ রানের কার্যকর এক ইনিংস।
আগামী ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম