ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই একদিনের ম্যাচে মোহাম্মদ শামির শিকার তিন উইকেট, ইকনমি রেট ৭। অন্যদিকে, উমেশ যাদবের পারফরম্যান্স শামির থেকেও খারাপ। দুই ম্যাচে তিনি পেয়েছেন মাত্র একটি উইকেট। ইকনমি রেট ৭.১০। তার সত্ত্বেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি ম্যাচে উমেশকে রেখে শামিকে দল থেকে বাদ দেওয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।
প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না যশপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। কিন্তু বাকি তিন ম্যাচের জন্য তাঁদের দলে ফেরালেন জাতীয় নির্বাচকরা। বৃহস্পতিবার সিরিজের শেষ তিন ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের দলে ফেরানো হয়েছে ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহকে।
পুণেতে ২৭ অক্টোবর তৃতীয় একদিনের ম্যাচ। চতুর্থ ও পঞ্চম ম্যাচ মুম্বাই ও তিরুবনন্তপুরমে যথাক্রমে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
১৫ জনের ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বাতি রায়াডু, ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ