জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই আঘাত হেনেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ইনিংসে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ে ওপেনার চিপহাস জুহওয়াও-কে ফেরান তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শুক্রবার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়।
এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে টস ভাগ্যকে পাশে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে আবার ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক।
এদিকে, সিরিজ নিশ্চিত হওয়ায় জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে শুধু এক্সপেরিমেন্ট নয়, মাশরাফিদের প্রধান টার্গেট আজ জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম