জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে টাইগারা। তবে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে টেনে তুলেন ব্র্যান্ডন টেইলর-শন উইলিয়ামস জুটি। অবশেষে অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলরকে বিদায় করেছেন নাজমুল ইসলাম।
৭২ বলে ৭৫ রান করে নাজমুলের ঘূর্ণিতে মুশফিকুর রহিমের তালুবন্দী হন টেইলর। এর আগে ৩টি ওভার বাউন্ডারি ও ৮টি বাউন্ডারি মেরে দলকে বিপদমুক্ত করেন তিনি।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে তৃতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার চিপহাস জুহওয়াও বোল্ড করে প্রথম উইকেটের দেখা পান টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন। স্ট্যাম্প সোজা বলে মিড উইকেটে মারতে গিয়ে বলের সুইং মিস করেন চিপহাস আর বল সরাসরি অফ-স্ট্যাম্প ভেঙে দেয়।
এরপর নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান আবু হায়দার। জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে সরাসরি বোল্ড করে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন ঘটান রনি। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে রনির বলে কাট করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করলে বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা (২)। মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস, ইমরুল কায়েস, আরিফুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, আবু হায়দার, মোহাম্মদ সাইফুদ্দীন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম।
জিম্বাবুয়ের একাদশ:
হ্যামিল্টন মাসাকাদজা, চিপহাস জুহওয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শন উইলিয়ামস, পিটার মুর, ডোনাল্ড ট্রিপিয়ানো, কাইলি জারভিস, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ