চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৮৬ রান।
তবে ২৮৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। জিম্বাবুয়ের পেসার জারভিসের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হয়ে ফিরলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।
অন্যদিকে, লড়াই চালিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ