নিজে সেঞ্চুরি করেছেন। এরপর হেরেছে দল। সেই দুঃখস্মৃতি অবশ্য ভুলতে বেশ কষ্ট হবে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরী করা উইলিয়ামসের। তবে সংবাদ সম্মেলনে বেশ রিল্যাক্সই মনে হচ্ছে তাকে। তবে ভিতরটা হয়তো ঠিকই জ্বলছে তার।
সংবাদ সম্মেলনে উইলিয়ামসকে জিজ্ঞাসা করা হয়- 'সৌম্য সরকার তো আপনাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর মূল ম্যাচে দুইটি সেঞ্চুরি হাঁকাল' এর কারণ হিসেবে কি বলবেন? এই ব্যাপারে উইলিয়ামস বলেন, আমার মনে হয় বাংলাদেশ দলের তার আত্মবিশ্বাসটা একটু বেশি। সে আসলেই একজন স্ট্রাইক খেলোয়াড়।
উইলিয়ামস আরও বলেন, আমরা টেস্ট সিরিজে ভালো করার জন্য সব সময় চেষ্টা করবো। জানি আমরা ঘুরে দাঁড়াতে পারবো।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৮/আরাফাত