ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, আসলে ভালো খেললে সবাই ভালো বলে। আর খারাপ খেললেই মাটিতে নামিয়ে দেয়। এইটা শুধু বাংলাদেশেই না, সব জায়গাতেই হয়। তাই মাথায় রাখি সব সময় ভালো খেলার জন্য।
সৌম্য আরও বলেন , মাঝের দিক দিয়ে আমি ফর্মে ছিলাম। তখন আমার অবস্থা ভয়াবহ ছিল। ফেসবুকে আসলেই মন খারাপ হয়ে যেত। সবাই গালাগালি করতো। তখন ভাবলাম ফেসবুকেই চালাবো না। মানুষের সাথে কথাকম বলবো। খেলারদিকে বেশি মনোযোগ দেব।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৮/আরাফাত