জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে ডাক পেয়েই দুর্দান্ত সেঞ্চুরী করলেন সৌম্য সরকার। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা ইমরুল কায়েসও তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সব মিলিয়ে ম্যাচ শেষে সব আলোচনাই কায়েস-সৌম্য জুটি নিয়ে।
চট্টগ্রামে তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই লিটন দাসের বিদায় দলকে একটু চিন্তায় ফেলে দিলেও ইমরুলের সাথে সৌম্য সরকার সে চিন্তা বেশ ভালোভাবেই কাটিয়ে রানে ফিরছেন দুজনেই।
দ্বিতীয় উইকেটে কায়েস-সৌম্য জুটি দেশের মাটিতে সেরা জুটি গড়ে তোলেন। একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে এই জুটি।
প্রথম অর্ধশতক একটু দেখে শুনে খেললেও এরপর সৌম্যের ব্যাটে বাউন্ডারির ফুলঝুরি ছুটে। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ৯২ বলে ৯ চার আর ৬ ছক্কায় ১১৭ রান করে আউট হন তিনি। তবে ব্যাট হাতে বাইশ গজের ক্রিজে লড়াই চালিয়ে যান কায়েস। শেষ পর্যন্ত ২ ছয় আর ১০ চারে ১১২ বলে ১১৫ রানে বিদায় নেন টাইগার এই ওপেনার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ