দ্বিপক্ষীয় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। ঢাকার মিরপুর স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অনবদ্য ১৪৪ রানের ইনিংসের পর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ ম্যাচে ৯০ ও ১১৫ রানের ইনিংস। এই পারফরমেন্সে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে। শুধু ইমরুল কেনো, যে কোনো ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা দারুণ সুখকর।
সিরিজ জুড়ে এতো এতো ভালো পারফরম্যান্স শেষে ম্যান অব দ্যা সিরিজ হয়েও আক্ষেপ করছেন ইমরুল। কারণ দ্বিতীয় ওয়ানডের ক্ষণিকের সেই পাগলামিতে মিস করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে ঠাণ্ডা মাথায় আর ১০ রান করলে টানা তিন ম্যাচে হয়ে যেতো সেঞ্চুরি। একটা জায়গায় বাঁহাতি এই ওপেনার হয়ে যেতেন বাংলাদেশের প্রথম।
আক্ষেপে সুরে তিনি জানান, ৯০ রানের সেই আউটের পর ভীষণ খারাপ লেগেছিল। এখন তা আরো বেশি পোড়াচ্ছে।
ইমরুল বলেন, ‘আসলে আমি জিরো রানেও আউট হতে পারতাম। ক্রিকেটে এটা হতে পারে। কিন্তু টানা তিনটা সেঞ্চুরি হলে আরও ভালো লাগতো। যেহেতু দেশের হয়ে এটা আগে কেউ করেনি। আমিই প্রথম করতাম। না হওয়াতে আক্ষেপ তো হচ্ছেই।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম