সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দাপটের সঙ্গে নিজেদের মিশন শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।
শনিবার নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ সময় পৌনে ৩টায় মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধে ৪ গোল আদায় করার পর দ্বিতীয়ার্ধে ৫ গোল আদায় করে বাংলাদেশ। একাই চার গোল করেছেন নিশাত জামান।
ম্যাচের ১১ থেকে ২৩ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে নেন বাংলাদেশের কিশোররা। তিনটি গোলই করেন নিশাত জামান। ম্যাচের ৪৬ মিনিটে অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান গোল করলে ৪-০ গোলের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিশাত জামান নিজের চতুর্থ গোল আদায় করলে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পরই রাসেল আহমেদ ব্যবধান ৬-০ করেন।
রাসেলের পায়েই ব্যবধান ৭-০ হয় খেলার ৬৬ মিনিটে। ৮০ মিনিটে বাংলাদেশের অস্টম ও যোগ করা সময়ে নবম গোল আদায় করে নেয় কিশোররা।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৮/আরাফাত