চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচেই পরপর শতক হাঁকালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে তিনটি ম্যাচে লাগাতার শতক করলেন বিরাট।
বিরাটের আগে রয়েছেন কুমার সঙ্গাকারা। শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান ২০১৫ সালে লাগাতার চারটি শতরান করেছিলেন। একদিনের ক্রিকেটে এনিয়ে ৩৮তম সেঞ্চুরি হয়ে গেল বিরাটের।
সামনে শুধু শচীন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি রয়েছে শচীনের। আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরির নিরিখে বিরাটের আগে রয়েছেন শচীন, রিকি পন্টিং ও সঙ্গাকারা। তবে শতরান পূর্ণ করার পর স্যামুয়েলসের বল পুল করতে গিয়ে আউট হন বিরাট কোহলি। ১০৭ রানে বিরাটের আউট বেকায়দায় পড়ে ভারত।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৮/আরাফাত